অবশেষে হাসি ফুটতে চলেছে দীর্ঘদিন বন্ধ থাকা চা-বাগান শ্রমিকদের মুখে


বুধবার,০১/১২/২০২১
625

রাজ্য সরকারের উদ্যোগে অবশেষে হাসি ফুটতে চলেছে দীর্ঘদিন বন্ধ থাকা চা-বাগান শ্রমিকদের মুখে। উত্তরবঙ্গের ছটি বন্ধ চা-বাগান শিগগিরই খুলছে। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে এসে জানালেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। এদিন জলদাপাড়া টুরিস্ট লজে উত্তরবঙ্গের শ্রম দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বেচারাম। বৈঠক শেষে জানান, ‘ডুয়ার্সের মধু, বান্দাপানি, সুরেন্দ্রগড় ও পাহাড়ের তিনটি চা-বাগান সহ ছটি চা-বাগান শিগগিরই খুলছে।’ বেচারাম আরও জানান, ‘আগামীকাল চা-বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে চুড়ান্ত পর্যায়ে বৈঠক হবে। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার সবসময় চা-শ্রমিকদের স্বার্থে কাজ করে চলেছে। বাগান শ্রমিকদের সুবিধা-অসুবিধা দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি উত্তরবঙ্গে এসেছি। ফিরে গিয়ে সমস্ত বিষয়টি তাঁকে জানাব।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট