পড়ুয়াদের বাড়িতে শিক্ষক


বুধবার,০১/১২/২০২১
409

পড়ুয়াদের বাড়িতে শিক্ষক। খুলেছে স্কুল। পঠনপাঠন জোরকদমে। কিন্তু পড়ুয়াদের হাজিরায় ভাটা। তাদের স্কুলে ফেরাতে মাইক নিয়ে পথে নামলেন কাটোয়ার দাঁইহাট হাইস্কুলের শিক্ষকেরা। দেখা গেল, ভ্যান রিকশয় বাঁধা মাইক। পিছনে মাইক্রোফোন নিয়ে পুরসভার পাইকপাড়া, মসজিদপাড়া এলাকার রাস্তায় চক্কর দিচ্ছেন শিক্ষকেরা। স্কুলে যাওয়ার আবেদন জানানোর পাশাপাশি, যারা স্কুলে যাচ্ছে না, তালিকা ধরে তাদের সঙ্গে ও অভিভাবকদের সঙ্গে কথা বলছেন। সমস্যা জানছেন। সমাধানের পথ বাতলাচ্ছেন। আশ্বাস পেয়ে পড়ুয়ারা স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। বলছে ‘স্যাররা বাড়ি বাড়ি আসছেন। আর কোনও দ্বিধা নেই। স্যারদের তো সম্মান আছে। কাল থেকে সবাই স্কুলে যাব।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট