পথ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও কমিয়ে আনতে উদ্যোগী হল রাজ্য সরকার। পথের ধারে থাকা হাসপাতালগুলিতে দুর্ঘটনাগ্রস্তদের চিকিত্সার পরিকাঠামো তৈরি করতে নবান্নের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পথ নিরাপত্তা নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সব জেলাশাসক, পুলিশ সুপার এবং পরিবহণ দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, রাস্তার ধারে যে সরকারি হাসপাতালগুলি রয়েছে সেগুলিতে ‘ট্রমা কেয়ার সেন্টার’ গড়ে তুলতে হবে। তার জন্য সেই হাসপাতালগুলিকে চিহ্নিত করতে হবে জেলা প্রশাসনকে। বাড়াতে হবে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর প্রচার। এ ছাড়া জেলায় জেলায় দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ‘ব্ল্যাক স্পট’ কোথায় কোথায় রয়েছে, সেগুলিও খুঁজতে বার করতে হবে পুলিশকে। শীতকালে রাতের দিকে কুয়াশা বাড়বে, তাই পুলিশকেও প্রয়োজনীয় নজরদারি করতে হবে। সাম্প্রতিক হাঁসখালির ঘটনার পর রাজ্য সরকারের এই সিদ্ধান্ত।
পথ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও কমিয়ে আনতে উদ্যোগী হল রাজ্য সরকার
বুধবার,০১/১২/২০২১
507