আইটিআই সংলগ্ন ময়দানে কল্যাণী আপনজনের উদ্যোগে দুটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন হল। উদ্বোধন করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ ছাড়া ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, জেলা পরিষদের সহ-সভাপতি দীপক বসু, আইএনটিইউসির সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়-সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। এই অ্যাম্বুলেন্সের পরিষেবা এলাকার মানুষের যথেষ্ট সাহায্য করবে। অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায় বলেন, মানুষের পাশে থাকাই আমাদের ধর্ম। মমতা বন্দ্যোপাধ্যায়ও চান মানুষকে পরিষেবা দিতে। ছোট হলেও অ্যাম্বুলেন্স পরিষেবা স্থানীয় মানুষদের উপকারে আসবে। উদ্যোক্তারা জানিয়েছেন, মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়াই আমাদের উদ্দেশ্য।
আইটিআই সংলগ্ন ময়দানে কল্যাণী আপনজনের উদ্যোগে দুটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন
বুধবার,০১/১২/২০২১
540