৪০ বছর পর কলকাতা লিগ জয়ের উৎসব মহমেডানে। বুধবার ময়দানের ক্লাব তাঁবু ও মাঠে হবে শতাব্দীপ্রাচীন ক্লাবের বিজয় উৎসব। মঙ্গলবার সারা দিন ধরে চলল শেষ মুহূর্তের প্রস্তুতি। লিগ জয়ী কোচ, ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১৯৮১ সালে কলকাতা লিগ জয়ী দলের জীবিত সব ফুটবলার। এছাড়াও গত চার দশকে মহমেডানে কোচিং করানো সমস্ত কোচেদেরও আমন্ত্রণ জানিয়েছে ক্লাব। উপস্থিত থাকবেন সৈয়দ নঈমউদ্দিন, সাব্বির আলি, ভিক্টর অমলরাজ, মহম্মদ আকবরের মতো ক্লাবের প্রাক্তন কোচ তথা ফুটবলাররা।
৪০ বছর পর কলকাতা লিগ জয়ের উৎসব মহমেডানে
বুধবার,০১/১২/২০২১
452