কলকাতা পুরনির্বাচনের গতকাল প্রার্থিতালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ টুইট করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়। গতকাল রাতেই টুইট করে সায়নদেব লিখেছেন, ‘যখন ওঁদের প্রয়োজন পড়েছিল তাঁর আত্মত্যাগ, তখন ওঁরা আশ্বস্ত করেছিলেন। যখন আত্মত্যাগ সারা— তখন ওঁরা বললেন, এখনও সময় আসেনি।’ তিনি আরও লিখেছেন, ‘নীতিকথা— যত ক্ষণ না আপনার সময় আসছে, অন্যের জন্য হাততালি দিতে থাকুন।’ জেনে রাখা ভালো নতুন প্রজন্মের মুখ হিসেবে যেসব নেতা-নেত্রীদের ছেলেমেয়েরা তৃণমূলে এসেছেন, রাজনীতি করছেন— সায়নদেব তাঁদের মধ্যে অন্যতম। বাবার ছায়াসঙ্গী হিসেবেই দেখা যায় তাঁকে। রাসবিহারী-ভবানীপুর হয়ে খড়দহ, শোভনদেব যেখানেই প্রার্থী হয়েছেন, সেখানই সায়নদেবের সক্রিয় উপস্থিতি লক্ষ করা গিয়েছে। নিজের সক্রিয়তার কারণেই প্রার্থিপদের প্রত্যাশা করেছিলেন সায়নদেব এমনটাই মনে করছে সায়ন দেবের ঘনিষ্ঠ মহল। যদিও টুইট নিয়ে সায়নদেব মুখ খোলেননি সংবাদ মাধ্যমের কাছে।
আসন্ন কলকাতার পুরভোটে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ বসু প্রার্থী হয়েছেন,মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা প্রার্থী হয়েছেন। সায়নদেব ছাড়াও, প্রার্থী হতে পারেননি মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে ও জোড়াসাঁকর প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সী। তবে সায়নদেবের মতো এখনও পর্যন্ত তাঁরা কোনও প্রতিক্রিয়া জানাননি। আজ বিকেলে আরও একটি টুইট সায়নদেব লেখেন তাঁকে নিয়ে তৈরি হওয়া যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে জানিয়েছেন পুরভোটের শেষে মমতার জয়ের আনন্দেই সবুজ আবীর দিয়ে খেলা হবে।
পুরভোটে টিকিট না পেয়ে ক্ষুব্ধ-টুইট মন্ত্রী শোভনদেবের পুত্র সায়নদেব
সোমবার,২৯/১১/২০২১
792