পাহাড়ে নতুন রাজনৈতিক দল গঠন করলেন বিশিষ্ট ব্যবসায়ী অজয় এডওয়ার্ড। জিএনএলএফ সভাপতি মন ঘিসিংয়ের সঙ্গে মতবিরোধের কারণেই জিএনএলএফ ছাড়লেন অজয়। ছিলেন দার্জিলিং শাখার সভাপতি। পদত্যাগ করার পরে দীর্ঘদিন পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরে রাজনৈতিক সতীর্থদের সঙ্গে যোগাযোগ করে নতুন রাজনৈতিক দল করার বিষয়ে আলোচনা করেন। শেষে ‘হামরো পার্টি’ গঠন করেন। বলেন, জিটিএ-সহ বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে তাঁর দল। পাহাড়ের মানুষের দাবিদাওয়া ও গোর্খাল্যান্ডকে গুরুত্ব দেবেন তাঁরা।
পাহাড়ে নতুন রাজনৈতিক দল গঠন করলেন বিশিষ্ট ব্যবসায়ী অজয় এডওয়ার্ড
শুক্রবার,২৬/১১/২০২১
812