হেরিটেজ ধ্বংসের জন্য বিজেপি সরকারের দিকে আঙুল


শুক্রবার,২৬/১১/২০২১
408

গোয়া বাঁচাতে পথে সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই আনা গ্রেসিয়াস গোয়ায় হেরিটেজ ধ্বংসের জন্য বিজেপি সরকারের দিকে আঙুল তুলে বসেছেন অনশনে। এবার একই কারণে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামল মানুষ। সত্যাগ্রহ শুরু করল গোয়ার সাধারণ মানুষ। সরকারের নেতা- মন্ত্রীদের বিরুদ্ধে সুর চড়িয়ে তাঁরা বলছেন, এঁদের আমরা ভোট দিয়েছি গোয়ার মানুষকে ভাল রাখার জন্য। এখানকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে সুন্দরভাবে ধরে রাখার জন্য। কিন্তু এই সরকারের সেদিকে নজর নেই। উল্টে চলছে এসমস্ত কিছু নষ্ট করার কাজ। সরকার চুপ করে সবটা দেখছে। এই অবস্থা পরিবর্তনের জন্যই একজোটে সবাই পথে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট