কীর্তন করে মানুষের মন জয় করলেন শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক


বৃহস্পতিবার,২৫/১১/২০২১
2492

হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে গিয়ে করতাল বাজিয়ে কীর্তন করে মানুষের মন জয় করলেন শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বুধবার সন্ধ্যায় শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করেন এলাকার মানুষ। আমন্ত্রণ জানানো হয়েছিল শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে। এলাকার মানুষের আমন্ত্রণ রক্ষায় হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে হাজিরও হন বিধায়ক ব্রজকিশোর। এরপর নিজেই করতাল বাজিয়ে কীর্তনে অংশ নিলেন। তাঁর এই হরিনাম সংকীর্তনে উপস্থিত মানুষের মন জয় করলেন বিধায়ক। তাঁর সঙ্গে হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন প্রামাণিক। তিনিও সাধারণ মানুষের সঙ্গে দু’হাত তুলে হরিনামে মেতে ওঠেন। বিধায়ক হওয়ার পরে প্রথমবার এই এলাকার সাধারণ মানুষের আমন্ত্রণ পেয়ে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে অংশ নিলাম। সাধারণ মানুষের সঙ্গে হরিনাম করতে পেরে আমি যথেষ্টই খুশি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট