সংক্রমণ রুখতে টোকেনও স্যানিটাইজ। করোনা প্রতিরোধ ব্যবস্থায় কোনও ফাঁক রাখছে না মেট্রো রেল । টোকেনের মাধ্যমে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য নিয়মিত স্যানিটাইজ করার ব্যবস্থা রাখা হয়েছে। বসানো হয়েছে ৪০টি স্যানিটাইজার মেশিন। সব মেট্রো স্টেশনেই বৃহস্পতিবার থেকে চালু হয়ে গেছে এই যন্ত্র। কারণ, এদিন থেকেই আবার মেট্রো যাত্রায় ফিরে এসেছে টোকেন। এই টোকেন ঘুরছে হাতে হাতে। তাই বারবারই আল্ট্রা-ভায়োলেট রে দিয়ে জীবাণুমুক্ত করা হবে টোকেনগুলিকে। বড় স্টেশনে রাখা হচ্ছে দু’টি মেশিন। ছোট স্টেশনে থাকছে একটি করে স্যানিটাইজার।
সংক্রমণ রুখতে টোকেনও স্যানিটাইজ !
বৃহস্পতিবার,২৫/১১/২০২১
659