আচমকা আগুন, হাতে কলমে মহড়া দিয়ে দেখালো NDRF


বৃহস্পতিবার,২৫/১১/২০২১
604

গ্যাস বোটিলিংয়ের সময় আচমকা আগুন লাগলে কিভাবে তার মোকাবিলা করতে হবে, তা হাতে কলমে মহড়া দিয়ে দেখালো NDRF। দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থা ইন্ডিয়ান ওয়েলের বোটলিং প্ল্যান্টে গতকাল কৃত্রিম আগুন লাগিয়ে তা দেখানো হয়। আগুন লাগার পরই প্ল্যান্টের কর্মীদের কর্তব্য মতো স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক চালু করা হয়। একই সঙ্গে দমকল ও NDRF’কে খবর দেওয়া হয়। সেই মত দমকলকর্মীরা তাঁদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পৌঁছায়। NDRF’এর প্রতিনিধি দলও পৌঁছায়। জল ও ফোম দিয়ে নেভানো হয় আগুন। আগুনে কোন কর্মী অসুস্থ হয়ে পড়লে যুদ্ধকালীন তৎপরতায় কিভাবে তাঁকে উদ্ধার করতে হবে তাও দেখানো হয়। এদিনের মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিম বর্ধমান জেলার ADM অভিজিৎ তুকারাম সাওয়েলে, ইন্ডিয়ান ওয়েলের গ্যাস বোটলিং প্ল্যান্টের DGM ইনচার্জ কৌশিক সাহা, দুর্গাপুর মহকুমাশাসক শেখর চৌধুরী, NDRF’এর অ্যাসিস্ট্যান্ট কমেন্ডার শশীদেও প্রসাদ প্রমুখ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট