ভোর তিনটা থেকে লাইনে দাঁড়িয়েও ফড়েদের দৌরাত্ম্যে সরকারি কিষান মান্ডিতে ধান বিক্রি করতে বঞ্চিত হচ্ছে প্রকৃত চাষিরা এমনই অভিযোগ তুলে, মালদহের তুলসীহাটা কিষান মান্ডিতে কৃষি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালেন প্রায় পাঁচ শতাধিক কৃষক।যদিও পুলিশের তৎপরতায় বিক্ষোভ নিয়ন্ত্রণ হয়।জানা যায় সরকারি নির্দেশে তুলসীহাটা কিষান মান্ডিতে সরকারি মূল্যে ধান ক্রয়ের জন্য অগ্রিম কুপন বিলি শুরু হয়েছে।আজ ছিল কুপন বিলির প্রথম দিন। ভোর তিনটা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে চাষিরা।
ফড়েদের দৌরাত্ম্যে সরকারি কিষান মান্ডিতে ধান বিক্রি করতে বঞ্চিত হচ্ছে প্রকৃত চাষিরা
বৃহস্পতিবার,২৫/১১/২০২১
574