প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমাসের ২৮ তারিখ আকাশবাণীতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা, দেশ-বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে ‘মন কি বাত’-এর ৮৩-তম পর্ব। প্রধানমন্ত্রী মানুষকে, তাঁদের মতামত ও ভাবনা-চিন্তা ভাগ করে নিতে আহ্বান জানিয়েছেন। সাধারণ মানুষ, ১৮০০১১৭৮০০ নম্বরে ফোন করে, হিন্দি অথবা ইংরেজি ভাষায় তাঁদের মতামত জানাতে পারবেন। এছাড়াও, ১৯২২ নম্বরে ‘মিস্ড কল’ দিয়ে প্রাপ্ত লিঙ্ক-এ ক্লিক্ করে পরামর্শ দেওয়া যাবে।
প্রধানমন্ত্রী মানুষকে, তাঁদের মতামত ও ভাবনা-চিন্তা ভাগ করে নিতে আহ্বান
বৃহস্পতিবার,২৫/১১/২০২১
446