কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে তৎপরতা শুরু হয়েছে রাজ্য নির্বাচন কমিশনে। সোমবার সর্বদলীয় বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। এদিনের সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায় ও দেবাশীষ কুমার। অন্যদিকে বামফ্রন্টের হয়ে প্রতিনিধিত্ব করেন রবীন দেব। বিজেপির পক্ষে প্রতিনিধিত্ব করেন সাংসদ অর্জুন সিং। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এই বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠক শেষে তৃণমূল নেতা তাপস রায় বলেন নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে বিভিন্ন দলের নেতারা তাদেরর মতামত দিয়েছেন। রবীন দেব এই বৈঠকে রাজ্যের সমস্ত পুরসভায় একসঙ্গে নির্বাচনের দাবি জানান। হাওড়ার পুরভোটের আগে আসন সংরক্ষণের কাজ সেরে নেয়ার দাবি জানান তিনি। বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন রাজ্য পুলিশকে দিয়ে ভোট করালে শান্তিতে ভোট হবে না। কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান তিনি।
কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে তৎপরতা শুরু হয়েছে রাজ্য নির্বাচন কমিশন
সোমবার,২২/১১/২০২১
734