রাজ্যসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন লুইজিনহো ফেলেইরো


সোমবার,১৫/১১/২০২১
748

রাজ্যসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন লুইজিনহো ফেলেইরো। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি তার মনোনয়নপত্র জমা দেন। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে এই নির্বাচন। রাজ্যসভায় পশ্চিমবঙ্গের একমাত্র শূন্য আসনের জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা দিলেন লুইজিনহো ফেলেইরো। তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাপস রায়দের পাশে বসিয়ে সোমবার রাজ্য বিধানসভায় তিনি মনোনয়নপত্র জমা দেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেই তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেইরো গত সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দেন। দলে যোগ দেওয়ার পরপরই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদ পান তিনি। রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে দেওয়া আসনে ফেলেইরোকে মনোনীত করেছে তৃণমূল। সোমবার বিধানসভায় পৌঁছে মুখ্যসচেতক নির্মল ঘোষ ও ডেপুটি মুখ্যসচেতক তাপস রায়ের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নেন। উল্লেখ্য, সংসদের উচ্চকক্ষে ফেলেইরোকে নির্বাচিত করতে ঘাসফুল শিবিরের কোনও অসুবিধা হওয়ার কথাই নয়। কারণ পশ্চিমবঙ্গ বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের। রাজনৈতিক মহলের মতে, বাংলার সীমানা ছাড়িয়ে গোয়ায় যে লক্ষ্য নিয়ে তৃণমূল পা রেখেছে তা সফলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘অস্ত্র’ হতে চলেছেন ফেলেইরো। আগামী বছর গোয়ার বিধানসভা নির্বাচনেও লড়াই করবেন গোয়ার এই শীর্ষ তৃণমূল নেতা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট