ছট পুজো উপলক্ষে রেলের সঙ্গে কথাবার্তা: ফিরহাদ হাকিম


মঙ্গলবার,০৯/১১/২০২১
803

ছট পুজো উপলক্ষে রেলের সঙ্গে কথাবার্তা হলে আগামী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো সারকুলার রেল শহর কলকাতায় চলবে না বলে জানালেন রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম। ছট পুজো উপলক্ষে প্রতিটি ঘাটে পর্যাপ্ত লাইট জামাকাপড় চেঞ্জিং রুম থেকে শুরু করে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা প্রদীপ রাফিক কার্ডের পুলিশ মোতায়ন রাখার ব্যবস্থা করা হয়েছে। সেফ ডিসটেন্স মেনটেন করে যাতে সকলেই পূজায় সবাই অংশগ্রহণ করতে পারে সে বিষয়েও মাইকিং করা সহ নানান ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বলে এদিন জানান ফিরহাদ।

নেশনাল গ্রীন ট্রাইবুনালের নির্দেশ মেনে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার রাজ্য সরকারের পক্ষ থেকে সেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ছট পুজো উপলক্ষে। ছট পূজা যেহেতু বিভিন্ন ফুডস আট কলা নারকেল এর মতন ন্যাচারাল জিনিস গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় এবং তা বন্যার জলে ধোয়া হয় তাই তা থেকে গঙ্গার জল দূষিত হওয়ার কোনো সম্ভাবনা থাকেনা। তা সত্ত্বেও গ্রিন ট্রাইবুনাল এর কথা মাথায় রেখে রাজ্য সরকার ও কলকাতা পুরসভা গুরুত্বসহকারে বিভিন্ন ব্যবস্থাদি পাকা করেছে বলেও জানান ফিরহাদ।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট