রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ আজ অনেকটাই কমে ৭৬৩ হয়েছে। গতকাল এই সংখ্যা ছিল ৯১৮। স্বাস্থ্য দপ্তরের আজ সন্ধ্যার বুলেটিন অনুযায়ী ২৪ ঘন্টায় সেরে উঠেছেন ৮০৬ জন। আরোগ্যের হার ৯৮ দশমিক ২/৯ শতাংশ। মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল এই সংখ্যা ছিল ১৪। সংক্রমণ হার ২ দশমিক ৫/৩ শতাংশ। গতকাল এই ছিল ২ দশমিক ২/২ শতাংশ। কলকাতায় ২০৩, উত্তর ২৪ পরগণায় ১৪৫, দক্ষিণ ২৪ পরগণায় ৬৮ এবং হাওড়ায় ৬২ জন একদিনে আক্রান্ত হয়েছেন। প্রায় তিন সপ্তাহ ধরে একটানা কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা ২০০-র ওপর রয়েছে।
আজ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই কম
শনিবার,০৬/১১/২০২১
535