বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে


শুক্রবার,২৯/১০/২০২১
3104

বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুরের গজা সাঁতরা পাড়ায়। খুনের পর কোনরকম গা-ঢাকা না দিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত ছেলে। জানা গিয়েছে বাবা মৃত্যুঞ্জয় সাঁতরা(৪৮) চাষের কাজ করতেন।বছর আঠাশের ছেলে উদয় সাঁতরা মাঝেরমধ্যে কাজ করলেও বেশির ভাগ সময়ই নেশাগ্রস্ত হয়ে থাকতো বলে এলাকাবাসীর দাবি। আবার বাবা মৃত্যুঞ্জয়ও নেশাগ্রস্ত হয়ে থাকতো বলে জানান এলাকাবাসীরা। স্বামী ও ছেলেকে নিয়ে নাজাল হয়ে থাকত মৃত্যুঞ্জয়ের স্ত্রী। নেশা করে স্ত্রীকে মারধর করতো মৃত্যুঞ্জয়। সেই কারণে তিনি পাশের বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে। প্রতিদিন রাতে নেশা করে বাবা-ছেলে ঝামেলা করতো সেই মত বৃহস্পতিবার রাতেও তাদের ঝামেলা হয়। উত্তেজনার বশে বাড়িতে থাকা কুড়ুল দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপোয়। কোনরকম অভিযুক্ত ছেলে গা-ঢাকা না দিয়ে সেই কুড়ুল নিয়ে উদয়নারায়নপুর থানায় আত্মসমর্পণ করে। উদয়নারায়নপুর থানার পুলিশ অভিযুক্ত ছেলের বিরুদ্ধে মামলা রুজু করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে পাঠায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট