গতকাল পথদুর্ঘটনায় মারা যান বিজেপির কাউন্সিলর তিস্তা বিশ্বাস। দক্ষিণ কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার তিস্তা বিশ্বাস দীঘা থেকে কলকাতা ফেরার সময় তার গাড়ি দুর্ঘটনায় মারা যান। এদিন তার মৃতদেহ কলকাতা পুরসভার সদরদপ্তরে নিয়ে আসা হয়। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সহ অন্যান্য ওয়ার্ড কো-অর্ডিনেটর ও প্রাক্তন কাউন্সিলরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিস্তা বিকাশে মৃতদেহ মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে পুর প্রশাসক ফিরহাদ হাকিম বলেন অত্যন্ত দুঃখের তিস্তা বিশ্বাসের মৃত্যু। তিনি আমাদের প্রাক্তন কাউন্সিলার এবং বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড কো-অর্ডিনেটর ছিলেন। তিস্তা বিশ্বাস অত্যন্ত হাসিখুশি প্রানোজ্জল ব্যক্তিত্ব ছিল। তিস্তা বিশ্বাস বিরোধী হলেও কলকাতা পৌর নিগমের যৌথ পরিবারের একজন সদস্য ছিলেন। এত কম বয়সে চলে যাওয়া খুব খারাপ লাগে। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই
পথদুর্ঘটনায় মারা যান বিজেপির কাউন্সিলর তিস্তা বিশ্বাস
বৃহস্পতিবার,২৮/১০/২০২১
885