যাত্রীদের সুবিধার্থে WBTC কসবা থেকে মেটিয়াব্রুজ পর্যন্ত নতুন বাস রুট এস-৬২ নতুন বাস রুট চালু করেছে। কলকাতার আলিপুরে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা করেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। কসবা থেকে মেটিয়াব্রুজ এই ১৬ কিলোমিটার পথে গড়িয়াহাট, রাসবিহারী ক্রসিং, চেতলা, মোমিনপুর খিদিরপুর, রামনগর, বিচালীঘাট হয়ে যাতায়াত করবে।
কসবা থেকে মেটিয়াব্রুজ পর্যন্ত নতুন বাস রুট
শুক্রবার,২২/১০/২০২১
1539