নদীয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস, এইমসে আজ পর্যন্ত ১৬ হাজার ৬০০ টি করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। সারা দেশে গতকালই করোনা প্রতিষেধক টিকাদান কর্মসূচিতে একশ কোটির মাইলফলক অতিক্রম করেছে। ভারত সরকারের এই সাফল্যকে তুলে ধরে ওই হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। কমিউনিটি মেডিসিন বিভাগ আয়োজিত এই সভায় এইমস কল্যাণীর অধিকর্তা ডাক্তার রামজি সিং, মেডিকেল সুপারিন্টেনডেন্ট ডাক্তার অজয় মল্লিক সহ অন্যান্য চিকিৎসকরা করোনা প্রতিষেধক টিকা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
এইমসে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন
শুক্রবার,২২/১০/২০২১
1397