কাগজেকলমে এখনও তারা স্বামী-স্ত্রী, কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতে উঠলেন রত্না


বুধবার,২০/১০/২০২১
1022

একদিকে পুজোর শেষ দিনে অর্থাৎ বিজয়া দশমীতে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে সিঁদুর পরিয়ে, সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন। অপরদিকে কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে লাল পাড় সাদা শাড়ি পড়ে গোপাল ভবনে শ্বশুরবাড়িতে নিজের হাতে ভোগ রান্না করে লক্ষ্মী পুজোয় মায়ের কাছে প্রার্থনা করতে দেখা গেল,শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায় কে। কাগজেকলমে এখনও তারা স্বামী-স্ত্রী। তবে নানা ঘটনায় চিড় ধরেছে সেই দাম্পত্যে। বিতর্কের ছায়া পড়েছে সংসারে। ডিভোর্স মামলা আপাতত আদালতের বিচারাধীন। তবে এরই মধ্যে স্বামী শোভন যখন তার বান্ধবীর কাছে পুরোপুরি সমর্পণ করেছেন, তখন স্ত্রী রত্না কিন্তু এখনও ঘরগেরস্থালি, সন্তান আর শ্বশুরবাড়ির সংসার ধরে রেখেছেন আগের মতোই।

দিনকয়েক আগেই শোভন বিজয়াদশমীতে সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যেই সিঁদুর পরিয়েছেন বান্ধবী বৈশাখীকে। এহেন শোভনের স্ত্রী রত্নাকে কিন্তু দেখা গেল লক্ষ্মীরপুজোর সকালে লালপেড়ে সাদা শাড়িতে। বেহালা পর্ণশ্রীর গোপাল ভবনে শ্বশুরবাড়িতে বসে কোজাগরী লক্ষী পুজোর আয়োজন করছেন। নিজেই ভোগ রেঁধে মা লক্ষ্মীকে উৎসর্গ করছেনপুরনো দাম্পত্যের দিন গৃহলক্ষ্মী ফিরিয়ে দেবেন কিনা সে তো ভবিষ্যৎই বলবে। তবে স্ত্রী হিসেবে সেই আন্তরিক ইচ্ছেটা যে ভারতীয় নারীর একান্ত সহজাত, এদিন রত্না যেন সেটাই প্রমাণ করলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট