গড়িয়াহাটে জোড়া খুন


সোমবার,১৮/১০/২০২১
1660

গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া খুন। ব্যাবসায়ী সুবীর চাকি ও তাঁর গাড়ির চালক খুন। গাড়িয়াহাটের বাড়িতে এসেছিলেন ওই ব্যাবসায়ী। পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্তে ফরেন্সিক টিম ঘটনাস্থলে যান। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ওই ব্যাবসায়ী চার বছর আগে নিউটাউনে বাড়ি কিনে চলে যান। সেখানেই বসবাস করতেন। গড়িয়াহাটের বাড়িতে কনসালটেন্সির একটা অফিস চলত। কেন এই খুন, কারা জড়িত এই খুনে সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

https://dai.ly/x84x9xt

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট