গড়িয়া কামডহরী সুভাষপল্লির ৪১তম দুর্গাপুজো এ বছরের থিম পরিত্রাণ


বৃহস্পতিবার,১৪/১০/২০২১
974

গড়িয়া কামডহরী সুভাষপল্লির ৪১তম দুগ্গাপুজো এ বছরের থিম পরিত্রাণ।সারা বিশ্বব্যাপী করুণা মহামারী পরবর্তীতে বহু মানুষ আজ আর্থিক দিক থেকে এক অবর্ণনীয় অসহায় অবস্থার মধ্যে দিয়ে চলেছে।এর থেকে মুক্তি পেতে সুভাষপল্লি পূজা কমিটি দেবী মা কে লক্ষ্মী রূপে ফুটিয়ে তুলেছে। সাধারণ দর্শনার্থী হৃদয়কে যা স্পর্শ করেছে। অভিনব এই ভাবনাকে ফুটিয়ে তুলতে পূজা প্রাঙ্গণে এক শান্ত অনাবিল পরিবেশ তৈরি করে দর্শকদের মন জয় করে নিয়েছে গড়িয়া সুভাষপল্লি পূজা কমিটি।এখানে উদ্যোক্তারা পূজার থিমে সাথে সামঞ্জস্য রেখে দুগ্গা এল দেশে শ্রীলক্ষ্মীর বেশে ট্যাগলাইন ব্যবহার করাছে।একই সাথে নারী জাতির প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শনের বার্তা যেমন দিয়েছেন ঠিক তেমনিভাবেই সমাজের সকল স্তরের মানুষের আর্থিক দুরবস্থা কাটিয়ে সুখ সমৃদ্ধিতে যাতে ভরে ওঠে তাঁর আকুতিও রেখেছেন মায়ের কাছে।

https://dai.ly/x84uktv
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট