দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো গুলোর মধ্যে অন্যতম ত্রিধারা সম্মিলনী। এবছরও ভাবনায় অভিনবত্ব রয়েছে। শ্রদ্ধা জানানো হয়েছে প্রয়াত মানুষজনকে। রাসবিহারীর বিধায়ক তথা কলকাতা পুরসভার অন্যতম কর্তা দেবাশীষ কুমারের পুজো হিসেবে খ্যাত এই পুজো।
দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো গুলোর মধ্যে অন্যতম ত্রিধারা সম্মিলনী
সোমবার,১১/১০/২০২১
967