মুকুল রায় ও সব্যসাচী দত্ত একটি অচল পয়সার এপিঠ আর ওপিঠ! মুকুল রায় যেদিন চলে গেল সেই দিনই আমাদের ভাবার বিষয় ছিল উনিও থাকবেন না! আমাদের দলে মরা মানুষের নিয়ে কিছু চিন্তা-ভাবনা করা হয়! যে মানুষটা নিজের বিধানসভায় দাঁড়াতে পারেনি সারা জীবন ওখানে রাজনীতি করেছে ! সেই লোকটাকে পার্টি তাকে অন্য একটা বিধানসভায় দাঁড় করালো কিন্তু হারলো অন্য কেউ হলে অনায়াসে জিতে যেতে পারত! আগে থেকে সুজিত বসুর হাতে-পায়ে ধরে ঠিক করে রেখেছিল এখন সেটার প্রতিফলন হলো! মুকুল রায় যে পথে হেঁটে ছিল ভোটের হার এর উনিও পরই ঠিক করে আজ চলে গেল! এইসব লোককে পার্টিতে গুরুত্ব দেওয়া উচিত নয় !এইসব লোক মানুষের সাথে থাকে না এরা চাই ক্ষমতা ক্ষমতা যেখানে সেখানেই যায়! সব্যসাচী ও মন্ত্রী সুজিত বসু যে দ্বন্দ্ব ছিল কেউ নয়নজুলি কেলেঙ্কারিতে পয়সা নেই তো কেউ সিন্ডিকেট চালাতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতো আবার তারা একই হয়ে গেল সিন্ডিকেট চালানোর জন্য! মুকুল রায় নিয়ে যেতে পারল না কেননা ওনার শরীর খারাপ নাকি আছে সেটার জন্য নাকি অন্য বিষয়ে! নাকি সিবিআই না অন্য কিছুর ভয়ে শরীর খারাপ! সব্যসাচী অনেকদিন ধরে ফাঁদ পেতে বসেছিল আজ সবুজ সঙ্কেত পাওয়ার পরেই দলবদল!
“মুকুল রায় ও সব্যসাচী দত্ত একটি অচল পয়সার এপিঠ আর ওপিঠ” : অর্জুন সিং
বৃহস্পতিবার,০৭/১০/২০২১
989