আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা


বুধবার,০৬/১০/২০২১
847

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা ।আর এই দেবীপক্ষের সূচনা কালেই কুমোরটুলিতে চক্ষুদান পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মূলত মহালয়ার দিন প্রতিমার চক্ষুদান করা হয়। প্রসঙ্গত সেই রীতি-রেওয়াজ এখন অনেকটাই মলিন হয়ে গেছে। তার কারণ জানিয়েছেন কুমোরটুলির মৃৎশিল্পী সংগঠনের সম্পাদক বাবু পাল এখন এক একজন মৃৎশিল্পী 30 থেকে 40 টি প্রতিমা গঠন করেন। একই দিনে এত মূর্তিতে চক্ষুদান করা সম্ভব হয় না। সেহেতু একমাস আগে থেকেই চক্ষুদান পর্ব শুরু হয়ে যায়। তবে বেশ কিছু দুর্গা প্রতিমার চক্ষুদান এদিন হয়ে থাকে। মূলত যেগুলি বাড়ির পূজা সেগুলো চক্ষুদান এদিন হয়ে থাকে।তবে গত বছরের তুলনায় এ বছরে মূর্তির চাহিদা অনেকটাই বেশি বলে জানিয়েছেন তিনি ।পাশাপাশি তিনি জানিয়েছেন এ বছরে ও গত বছরের মতোন সাবেকি মূর্তির চাহিদাই বেশি। তবে গত বছরে যে অবস্থা ছিল তার থেকে খানিকটা হলেও ঘুরে দাঁড়িয়েছে এবছরের কুমোরটুলি। এমনটাই দাবি কুমোরটুলির মৃৎশিল্পীদের। লাভের মুখ সেরকম না দেখলেও ক্ষতির পরিমাণ চূড়ান্ত নয়। তবে মহালয়া দিন থেকেই কুমোরটুলি থেকে অনেক জায়গায় ঠাকুর মন্ডপ এর উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট