সপ্তাহের প্রথম দিনেই আবারো আগুন


সোমবার,০৪/১০/২০২১
2709

সপ্তাহের প্রথম দিনেই আবারো আগুন। কলুটোলা স্ট্রিটের একটি দোতলা বাড়িতে হঠাৎ আগুন লাগে। আগুন দোতলায় ছড়িয়ে পড়ে। আগুন দেখামাত্রই স্থানীয়রা দমকলে খবর দেয়। খবর পেয়ে ওই স্থানে চলে আসে দমকলের ছটি ইঞ্জিন। কিন্তু এখনো পর্যন্ত আগুনের উৎস স্থলে পৌঁছাতে পারেনি দমকল বাহিনী। পরবর্তী সময়ে আরও ছটি দমকল এসে পৌঁছায় ।মোট 12 টি দমকল এসে পৌঁছেছে। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ।স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন দেখতে পায় ।জায়গাটি এতটাই ঘিঞ্জি সেখানে দমকলের গাড়ি ঢুকতে পারছে না। তবে কোনমতে গাড়ি ঢুকে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। ওই বাড়ির দোতলায় আরো অনেক দোকান রয়েছে। স্থানীয় বাসিন্দাদের আপাতত সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

11 নম্বর কলুটোলা স্ট্রিটের যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে প্রচুর ব্যবসায়ীদের দোকান রয়েছে। যে ভবনের দ্বিতলে আগুন লাগে, সেই ভবনেও রয়েছে প্রচুর দোকান। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনই বলতে পারছেন না দমকলের আধিকারিকরা। এর আগে গত ১১ সেপ্টেম্বর গার্ডেনরিচের একটি প্ল্যাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট