বেড়ে উঠছে ভেজাল কারবার, কলকাতার বড় বাজার থেকে ভেজাল আমুল দুধ উদ্ধার


রবিবার,০৩/১০/২০২১
2785

কলকাতার বড় বাজার থেকে ভেজাল আমুল দুধ উদ্ধার করা হয়েছে। তল্লাশি চালিয়ে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এদিন ভেজাল আমুল দুধ ফরেনসিকে পাঠানো হলে, দেখা যায় ভেজাল পাউডার সঙ্গে আমুল গুঁড়ো দুধ মিশিয়ে তৈরি করা হচ্ছিল। এমনকি আমুল গুঁড়োদুধের প্যাকেজিং তৈরি করা হয়েছে। যাতে করে কোনোভাবেই বুঝতে না পারে এইটা নকল আমুল দুধ। তল্লাশি চালিয়ে পুলিশ আধিকারিকরা বড়বাজার কারখানা থেকে পাম্পিং মেশিন উদ্ধার করেছে। সেই সঙ্গে অভিযুক্তকে আগামী 4 ই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত প্রদীপ দত্ত কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কতদিন ধরে চলতে বেআইনি গুঁড়োদুধের কারবার চলছে। কোথা থেকে আসছে কারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে সবটাই জিজ্ঞাসা করা হচ্ছে। এছাড়া পুলিশ আধিকারিকরা জানিয়েছেন আগামী দিনে ভেজাল রুখতে কলকাতাসহ জেলায় আরো বেশি করে তল্লাশি চালানো হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট