ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে উপনির্বাচনের প্রচারে নামলেন মদন মিত্র


শুক্রবার,২৪/০৯/২০২১
865

ভবানীপুরের যদুবাবুর বাজার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে উপনির্বাচনের প্রচারে নামলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন তিনি মাইকে ঘোষনা করতে করতে পুরো 71 নম্বর ওয়ার্ড ঘোরেন এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করেন 30 শে সেপ্টেম্বর ভবানীপুরের মানুষ যেন সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভোট দিতে ভোটগ্রহণ কেন্দ্রের পৌঁছে যান। তার কারণ দেরি হলে অনেক ভোট অন্য কারোর হয়ে কেউ দিয়ে দিতে পারে। নন্দীগ্রামে যেমন ঘটেছিল সেই রকম কারচুপি ঘটতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন এদিন মদন মিত্র ।তাই তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন সবাই যেন ভোট দেন। কেউ যেন নষ্ট না করেন। 18 বছর বয়সের উপর যাদের বয়স সেই সমস্ত যুবক যুবতী বৃদ্ধ-বৃদ্ধা সবার কাছে অনুরোধ রেখেছেন।

https://dai.ly/x84f4hp

এমনকি এদিন তিনি প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে নিজের হাতে ভোটের লিস্ট এবং নাম ধরে তাদের হাতে ভোটের স্লিপ তুলে দেন ।এরপর তিনি বাইক নিয়ে রেলি করেন। শুধু তাই নয় এর পাশাপাশি রাস্তার মোড়ে মোড়ে মমতা ব্যানার্জির হোডিং টানানো হয় ।সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে তিনি আবেদন রাখেন এই বর্ষাকালে বৃষ্টি হচ্ছে জল যেন কোথাও না জমে। যেখানে জল জমবে সে যেন পরিষ্কার করে ফেলা হয়। কারণ জমা জল থেকে ডেঙ্গু হতে পারে। তাই মানুষকে সাবধান থাকার নির্দেশ দিয়েছেন। তিনি এদিন তার সঙ্গে বাবলু সিং সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট