অভিনব মদন, অভিনব ভোট প্রচার


মঙ্গলবার,২১/০৯/২০২১
624

অভিনব ভোট প্রচারে বিধায়ক মদন মিত্র। নিজের পাড়ায় নিজের গানের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নামলেন ভবানীপুরের ঘরের ছেলে। আর সেই সঙ্গে রিলিজ হল মদন মিত্রের নিজের গাওয়া গান। পিতৃপক্ষের অবসানে মাতৃ পক্ষের আবহনী গান। ভবানীপুর নিজের মেয়েকে চাই। ভারত তার মেয়েকেই চাই। এই গানের মধ্য দিয়ে যেন আসমুদ্রহিমাচল এ মমতা বন্দ্যোপাধ্যায়ের আবহনীর সূচনা হল। মহিলা ঢাকিদের ঢাকের তালে উৎসব এবং নির্বাচনী প্রচার একাকার হয়ে যায়। কালারফুল বয়য়ের কালারফুল অনুষ্ঠান অন্যমাত্রা এনে দেয় নির্বাচনী প্রচারকে। মদন মিত্র বলেন ভবানীপুরে এবারের ভোটের ফলাফলে এমন ইতিহাস রচনা হবে যা সারা পৃথিবী।

https://dai.ly/x84cnx9

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট