প্রচারে নেমে পড়লেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল


রবিবার,১২/০৯/২০২১
1034

বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষনার পরেই রবিবার সকাল থেকে প্রচারে নেমে পড়লেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিন তিনি বলেন মানুষের পাশে থাকা তার লক্ষ্য। সকাল সকাল হেলদি স্টার্ট করতেই ভিক্টোরিয়া কে বেছে নিয়েছেন তিনি। বাংলাকে বাঁচানো এবং বাংলাকে সন্ত্রাসমুক্ত করায় তার লক্ষ্য। এই দায়িত্ব মুখ্যমন্ত্রীর ছিল। তিনি এই কাজ করেন নি। তাই একজন সাধারণ বাসিন্দা হিসেবে এই লড়াই শুরু করেছেন। নির্বাচনের পর মহিলাদের উপর ধর্ষনের ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে। বহু মানুষ এখনো ঘরছাড়া। এর প্রতিবাদে আওয়াজ তুলতে হবে বলে জানান তিনি। বিপক্ষে হেভিওয়েট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রার্থী হলেও তাকে পাত্তা দিতে নারাজ প্রিয়াঙ্কা। তার ওজন আছে তিনি নিজেও হেভিওয়েট তাই তাকে বিশেষজ্ঞরা হাঁটার পরামর্শ দিয়েছেন বলেও কটাক্ষের সুরে জানান তিনি। পুরোপুরি ন্যায়ের পক্ষে তার এই লড়াই বলে জানান তিনি। জয় নিয়ে আমি পুরোপুরি আশাবাদী কারণ আমি মানুষের জন্য লড়াই করছি। বিধানসভা নির্বাচনে খুনের খেলা খেলেছে ওরা। এবারও যদি তাই করে তাহলে তো গনতন্ত্রের কোনো মানে হয় না। এই সরকার খুনীদের সাপোর্ট করেছে। এর প্রতিবাদে আওয়াজ তুলতে হবে।

প্রতিবাদী শিক্ষক মইদুলের পাশে তারা দাঁড়াবেন বলে জানান। ভবানীপুরের প্রত্যেকটি ওয়ার্ডে ভোট করতে দিতে হবে। শুধুমাত্র ফিরাদ হাকিমের ওয়ার্ডে বেশী ভোট হয়। বাকি ওয়ার্ডগুলিতে ভোট দিতে দেওয়া হয়না বলে তার অভিযোগ। কোভিড থাকা সত্বেও মুখ্যমন্ত্রী কে মুখ্যমন্ত্রী থাকতে হবে তাই ভবানীপুরের এই নির্বাচন। ক্ষমতা ছাড়তে চাইছেন না তাই এই নির্বাচন। অথচ কোভিডের কারণ দেখিয়ে বিরোধীদের কোনো আন্দোলন করতে দেওয়া হচ্ছে না। ফিরহাদ হাকিম বাচ্ছা মেয়ে বলেছেন, আগে তো চিনতেন না এখন বাচ্ছা মেয়ে বলেছেন আমি কে তা উনি ধীরে ধীরে চিনে যাবেন বলে জানালেন প্রিয়াঙ্কা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট