আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। গতকালই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল সাংসদের। কিন্তু চিকিৎসকের কাছে তিনি আর্জি জানিয়েছিলেন যে, আরও একদিন হাসপাতালে থেকে ছেলের দেখভালের পুরো বিষয়টি আয়ত্ত করে নিতে চান তিনি। সেই মতোই রবিবার হাসপাতালেই থেকে যান নুসরত। হাসপাতাল সূত্রের খবর ছেলেকে নিজের কাছছাড়া করছিলেন না মা। নিজেই সদ্যোজাতের দেখভাল করেছেন। নবজাতককে নার্সারিতে না রেখে তিনি নিজের বেডেই রেখেছিলেন।
গত বৃহস্পতিবার পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। মা হওয়ার পর থেকেই নিজের এই নতুন পরিচয় বেশ উপভোগ করছেন তিনি। মা নুসরত ছেলের নাম রেখেছেন ঈশান। হাসপাতালে ভর্তি থেকে শুরু করে ওটিতে এবং গত পাঁচদিন ধরেই নুসরতের পাশে ছিলেন তাঁর বিশেষ বন্ধু যশ। আজও নুসরতের বাড়ির পথে সাথে ছিলেন যশ দাশগুপ্ত। আপাতত নুসরত ও তাঁর সন্তান সুস্থ রয়েছেন এমনটা হাসপাতাল সূত্রে খবর।
ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরত
বুধবার,০১/০৯/২০২১
3106