বেহালা 14 নম্বর বাসস্ট্যান্ডে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় আজ 3টে 45 নাগাদ হঠাৎই আগুন ধরে যায, এবং ব্যাংকের কর্মীরা এবং ব্যাংকের নিচে ঢাকা দোকানদাররা সঙ্গে সঙ্গে বেহালা থানায় খবর দেয় এবং তারপর দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এবং দমকল বাহিনী এখন স্মোক ইঞ্জেক্টর দিয়ে স্মোক গুলোকে বার করে ব্যাংকের ভেতরে ঢুকে কি কি জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখার চেষ্টা করছে। এবং ব্যাংকের মধ্যে থাকা সমস্ত ডকুমেন্টস কাগজপত্র নানা ধরনের মেশিনপত্র সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় আজ 3টে 45 নাগাদ হঠাৎই আগুন
সোমবার,২৩/০৮/২০২১
3086