আজকেও একদল মানুষ বঙ্গভঙ্গ করতে চাই: রাহুল সিনহা


সোমবার,২৩/০৮/২০২১
718

আজকেও একদল মানুষ বঙ্গভঙ্গ করতে চাই। বাংলার নাম পাল্টে দিতে চাই। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় যে উদ্দেশ্য নিয়ে রাখীবন্ধন উৎসব নতুন আঙ্গিকে নিয়ে এসেছিলেন তার গুরুত্ব অপরিসীম। মন্তব্য করলেন বঙ্গ বিজেপির অন্যতম নেতা রাহুল সিনহা। তিনি বলেন সারা দেশে এবং এরাজ্যেও রাখীবন্ধন উৎসব পালিত হচ্ছে। বহু যুগ ধরে এই উৎসব প্রচলিত। তবে বাংলায় এই উৎসবের সঙ্গে রাজনৈতিক ভৌগলিক সম্পর্ক নিহীত। বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখীবন্ধন হয়ে উঠেছিল লড়াইয়ের দিশা। বিজেপি নেতা রাহুল সিনহা সেই বঙ্গভঙ্গের প্রসঙ্গ টেনেছেন। আজকেও একদল মানুষ বঙ্গভঙ্গ করতে চাই বলে মন্তব্য করেছেন। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এরাজ্য থেকে নির্বাচিত বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপির বেশ কয়েক জন নেতা বঙ্গভঙ্গের কথা বলছেন। তাহলে রাহুলবাবু কাদের উদ্দেশ্যে একথা বলছেন? অবশ্য রাহুল সিনহা রাজ্যের নাম বদল নিয়েও সরব হয়েছেন। রবীন্দ্রনাথকে এখনো এই রাখি বন্ধন উৎসবে স্মরণ করার যে বাস্তবতা তা প্রমাণ করে, মন্তব্য এই বিজেপি নেতার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট