পশ্চিমবাংলায় 51 জন খুন হয়েছে বা অস্বাভাবিক মৃত্যু হয়েছে এটা তো প্রমাণিত সত্য। পোস্টমর্টেম হয়েছে, এফআইআর হয়েছে। একাধিক মহিলার শ্লীলতাহানিও ঘটেছে। এটা তো সত্য পশ্চিমবঙ্গে কয়েক হাজার মানুষ আসামের ক্যাম্পে আশ্রয় নিয়েছিল, এটা তো সত্য বহু মানুষের ঘরবাড়ি ভাঙা হয়েছিল। নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের উচ্চতর গ্রেডে রায় নিয়ে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রায়ের পক্ষে মত দেন তিনি। আদালত এই রায় বাংলার প্রকৃত সত্যকে তুলে ধরেছে বলে মন্তব্য তার। পাঁচ বিচারপতি সহমতের ভিত্তিতে এই রায় দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ধোপে টেকে না বলে মন্তব্য তার।
আদালত এই রায় বাংলার প্রকৃত সত্যকে তুলে ধরেছে: শুভেন্দু অধিকারী
বৃহস্পতিবার,১৯/০৮/২০২১
860