বিক্রম কর্মকার,ত্রিপুরা:- আজ ফের ত্রিপুরায় আসলেন ঋতব্রত ব্যানার্জি। এদিন আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দলের নেতা-নেত্রী ও কর্মীরা।উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সহ অন্যান্যরা।এদিন আগরতলায় এসে সংবাদ মাধ্যমের মুখোমুখী হয়ে ঋতব্রত ব্যানার্জি বলেন যে,জার্মানি ৩০ দশকের রিটার্ন ত্রিপুরাতে বিপ্লব দেবের সরকার যা করছেন তা সে সময়ের পুরো প্রতিধ্বনি দেখতে পাওয়া যাচ্ছে।এবং এই যে ঘটনা ঘটছে আগরতলা পোলো টাওয়ার হোটেলে যে কথা হোটেলের কর্মচারীরা সায়নী ঘোষকে বলেছেন আপনি হোটেলে বসতে পারেন,থাকতে পারেন,খেতে পারেন কিন্তু রাজনৈতিক আলাপ আলোচনা করতে পারবেন না।এটা সরসারি দেশের ফান্ডামেন্টাল রাইজডের উপর আক্রমণ বলেন ঋতব্রত ব্যানার্জি।তিনি আরো বলেন যে,এখন হাঁসের অক্সিজেন ছাড়ার সঙ্গে ফান্ডামেন্টাল রাইজডের কোনো সম্পর্ক আছে কিনা তা উনার জানা নেই তার মধ্যে তিনি যেতে ও চান না।
তিনি কোথায় কার সাথে কি কথা বলবে তা উনার মৌলিক অধিকার।মৌলিক অধিকার যে ত্রিপুরাতে সুরক্ষিত নয় আগরতলা পোলো টাওয়ার এত বড়ো একটা হোটেল তিনি এর আগে ও দু’বার এই হোটেলে থেকেছেন।এবার যখন ঋতব্রত ব্যানার্জি ত্রিপুরায় আসলেন তিনি যোগাযোগ করলেন তখন হোটেল পোলো টাওয়ার থেকে উনাকে বলা হয়েছে আপনি কিছু মনে করবেন না আপনি থাকলে হোটেল পোলো টাওয়ারের ব্যাবসার সমস্যা হয়ে যাবে।উনাদের উপর আক্রমণ নেমে আসছে।হোটেল কর্মচারীদের এই কথায় তিনি তীব্র নিন্দা জানান।তিনি আরো বলেন যে, ত্রিপুরাতে অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের কনভয়ে যে হামলা হয়েছিল দোষীদের এখন গ্রেপ্তার করেনি পুলিশ,তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ী ও কিভাবে আক্রান্ত হয়েছে কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি।তৃণমূল নেতা নেত্রীদের উপর ত্রিপুরায় যে আক্রমণ সংগঠিত হচ্ছে এই ঘটনার তিনি তীব্র নিন্দা ও ধীক্কার জানান।এবং আগামী ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ত্রিপুরায় তৃণমূল সরকার গঠন করবে বলে তিনি এদিন বলেন।এভাবে ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবে না বলে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে ঋতব্রত ব্যানার্জি জানান।
Welcome
Now retrieving the price.
(as of সোমবার,২৩/১২/২০২৪ ১৫:২২ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)