ত্রান সেবা কাজে ভারত সেবাশ্রমের সঙ্গে সোসাইটি অফ পিলার


বুধবার,১৮/০৮/২০২১
627

আম্ফান, ইয়াস বা সাম্প্রতিক বন্যার মতো যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে সবার আগে উদ্ধার ও ত্রান কাজে ঝাঁপিয়ে পড়ে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের কাজে উদ্বুদ্ধ হয়ে তাদের সহযোগীতা করতে এগিয়ে এল কলকাতা প্রভিন্সের ক্যাথলিক স্বেচ্ছাসেবী সংস্থা  সোসাইটি অফ দা মিশনারিস অফ সেন্ট ফ্র‍্যান্সিস জেভিয়ার বা সোসাইটি অফ  পিলার। হাওড়ার দানেশ সেখ লেনে  সংস্থার প্রভিন্সিয়াল সুপিরিয়র ফাদার এটেলি গোমস কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজের হাতে  দুই মেদনীপুর, হাওড়া ও হুগলির বন্যা কবলিত এলাকার মানুষদের জন্যে তুলে দিলেন চাল,ডাল, আলু সহ বিভিন্ন ত্রান সামগ্রী। এটেলি গোমস বলেন,নেপাল,আন্দামান সহ দেশ বিদেশে অসহায় মানুষদের সহযোগিতায় সব সময় এগিয়ে আসে সোসাইটি অফ পিলার। এরাজ্যের বন্যা কবলিত মানুষদের সহযোগিতায় তারা ভারত সেবাশ্রম সঙ্ঘের মতো স্বেচ্ছাসেবি সংস্থাকে ত্রান সামগ্রী তুলে দিতে পেরে খুশি। 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট