রাজ্য সরকারের খেলা হবে দিবসে ফুটবল খেললেন দিলীপ ঘোষ


সোমবার,১৬/০৮/২০২১
1820

রাজ্য সরকারের খেলা হবে দিবসে ফুটবল খেললেন দিলীপ ঘোষ। এদিন ইকো পার্কে শরীর চর্চা করতে এসে মাতলেন ফুটবল খেলায়। খেলতে গিয়ে একবার পড়েও যান বিজেপি রাজ্য সভাপতি !! খেলা হবে দিবসে’ দিলীপ ঘোষের কটাক্ষ, ”খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় পরিণত করেছে তৃণমূল। সিন্ডিকেট ও কাটমানির খেলা চলছে। এদিনের খেলায় গোলও করেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ, বাকিরা ডায়লগ দেয়, আমি গোল দিই। ”


এরপরই দিলীপ আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। সম্প্রতি ত্রিপুরায় ঘাসফুল শিবিরের উপর আক্রমণের প্রতিবাদ করে বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এবার তাকে কটাক্ষ করে দিলীপ বললেন, ” এখন বড় বড় কথা বলছেন। ৩-৪ বছর আগেও জেলে নিয়ে যাওয়ার সময় ডাকাতরানি, চোরের রানি বলতেন। তখন পুলিশ হাততালি দিত, হাত দিয়ে গাড়ি বাজাত।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট