কবিতা : আজ স্বাধীনতা দিবস


রবিবার,১৫/০৮/২০২১
3042

আজ স্বাধীনতা দিবস
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

পবন ভেদিয়া উড়িল ধ্বজা
মৃদু মুসকান লয়ে গাহি গান।
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত
গ্র্যান্ড স্যালুট নয়ন পতাকার দিকে।
স্মরণে তাঁদের নাম
বিসর্জন দিয়েছেন যে জন প্রাণ
স্বাধীনতার তরে।
মুক্ত পায়ে শৃঙ্খলের বেড়ি
শির উঁচিয়ে চলি মোরা ধরণীর বুকে
মুক্ত বাতাসে।
নিদ্রা যাবো ধরণীর কোলে
শান্তিতে শান্তিতে শান্তিতে
আজ স্বাধীনতা দিবস
আজ ১৫ ই আগস্ট।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট