স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দুঃস্থ ও আর্ত শিশুদের বিনামূল্যে খাবারের ব্যাবস্থা করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে হুগলির চন্দননগরে গোস্বামী ঘাট রোডে স্বেচ্ছাসেবী সংস্থা প্রবর্ত্তক সেবা নিকেতনের আবাসিক ছাত্রদের দুপুরের রান্না করা খাবার তুলে দেওয়া হয় । খাবার তুলে দেন বিরাটির প্রনব ছাত্রাবাসের প্রধান পরিচালক শুভাশিষ বাগচি। স্বর্গীয় অসিত বরণ চক্রবর্তীর স্মৃতিতে এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পুত্র যতীরিন্দ্রনাথ চক্রবর্তী ও কন্যা অনিতা চৌধুরী। শুভাশিস বাগচি বলেন,করোনা পরিস্থিতিতে বহু মানুষের রুটি রুজি বন্ধ হয়ে গিয়েছে বা কমে গেছে। মানুষের ইচ্ছা থাকলেও দান করার সামর্থ নেই। তাই এইসব দুঃস্থ ও আর্ত ভবন গুলিতেও নেমে এসেছে চরম আর্থিক সঙ্কট। তাই ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দুঃস্থ ও আর্ত বাচ্চাদের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ
রবিবার,১৫/০৮/২০২১
728