মমতার পাখির চোখ ত্রিপুরা


বৃহস্পতিবার,১২/০৮/২০২১
474

রং বদলাবে ত্রিপুরায়। রং বদলাবে দিল্লিতেও। বললেন জননেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ত্রিপুরা কাণ্ডে দুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় পড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা জয়ের পর এখন ত্রিপুরাকেই পাখির চোখ করেছে তৃণমূল। তবে, তৃণমূল নেত্রী ত্রিপুরা নিয়ে বিগত দিনে চুপই ছিলেন। তবে, ত্রিপুরায় তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহাদের আক্রান্ত হওয়া ও গ্রেফতারির ঘটনা নিয়ে সরাসরি আসরে নেমেছেন মমতা। সোমবার এসএসকেএম-এ সুদীপ রাহা, জয়া দত্তদের দেখতে গিয়ে মমতা বুঝিয়ে দিয়েছিলেন, ত্রিপুরাই এবার তাঁর প্রথম লক্ষ্য। সোমবারের পর বৃহস্পতিবারও জয়া দত্ত, সুদীপ রাহাদের দেখতে এসএসকেএম-এ দেখতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সময় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখান থেকে বেরিয়েই মমতা বলেন, ‘ত্রিপুরাতেও রংবদল হবে, দিল্লিতেও রং বদল হবে।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট