ত্রিপুরা, বিক্রম কর্মকার:- আগরতলা একটি বেসরকারি হোটেলে তৃণমূল কংগ্রেসের এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার।উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ,সমীর চক্রবর্তী সহ অন্যান্যরা।এদিন কুনাল ঘোষ বলেন যে,পশ্চিমবঙ্গে ৩৪ বছর রাজত্ব করা সিপিআইএম দলকে তৃণমূল কংগ্রেস শূন্য করে দিয়েছে, কংগ্রেস দলকে শূন্য করে দিয়েছে, আর পশ্চিমবঙ্গে বিধানসভায় প্রত্যেকদিন দিল্লী থেকে পেসেনজারি করতে আসা প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের তৃণমূল কংগ্রেস ফিরিয়ে দিয়েছে।সে জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার মাটিতে আগামী বিধানসভা নির্বাচনে জিতবে তৃণমূল,বিকল্প সরকার গড়বে তৃণমূল।মমতা বন্ধ্যোপাধ্যায়ের নেতৃত্বে,অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মানুষের মহাজোট,তৃণমূলের নেতৃত্বে এবার ত্রিপুরাতে বিকল্প সরকার হবে বলে আজকের এই সাংবাদিক সম্মেলনে কুনাল ঘোষ জানিয়েছেন।তিনি আরো কি কি বলছে আজকের এই সাংবাদিক সম্মেলনে তা আমরা শুনে নেব।
তৃণমূলের নেতৃত্বে এবার ত্রিপুরাতে বিকল্প সরকার হবে : কুনাল ঘোষ
সোমবার,০৯/০৮/২০২১
617