বিক্ষোভের মুখে শুভেন্দু


সোমবার,০৯/০৮/২০২১
969

নিজের জেলাতেই বিক্ষোভের মুখে পড়লেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকে ভারত ছাড়ো আন্দোলন উদযাপন অনুষ্ঠানে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে তমলুকের বেনেপুকুরের জেলখানা মোড়ে মহাত্মা গান্ধী-সহ বিভিন্ন মনীষীদের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করতে যান। সঙ্গে ছিলেন সমর্থকরা। প্রায় একই সময়ে সেখানেই একসঙ্গে কর্মীদের নিয়ে মাল্যদান করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় উপস্থিত জনতার পক্ষ থেকে আওয়াজ ওঠে নাথুরাম গডসকে যারা সমর্থন করে তাদের কোনো অধিকার নেই গান্ধীজীর মূর্তিতে শ্রদ্ধা জানানোর। শুভেন্দু অধিকারী “গো ব্যাক” আওয়াজ ওঠে। সেই সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে যাওয়া সমর্থকরা বিশৃঙ্খলা বাধায় বলে অভিযোগ। ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে শুভেন্দু অনুগামীদের এহেন আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। আর এই নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। দুই হেভিওয়েট নেতার উপস্থিতিতে উত্তেজনা।

দুই নেতা পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খায়। তৃণমূলের কর্মীরা কটাক্ষ করে শুভেন্দু অধিকারীকে, পাল্টা বিজেপি সমর্থকরাও কটুক্তি করেন সেচমন্ত্রীকে। পুলিস এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে সরকারের বিরোধিতায় বরাবরই মুখর শুভেন্দু। কিছুদিন আগেই কেন্দ্রের প্রস্তাবিত বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিলের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে পাল্টা আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে বাকযুদ্ধ অব্যাহত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট