ত্রিপুরায় হামলা, বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মমতা ব্যানার্জি


সোমবার,০৯/০৮/২০২১
551

সবটাই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এত সাহস নেই। ত্রিপুরায় আহত জয়া, সুদীপদের হাসপাতালে দেখতে গিয়ে এভাবেই অমিত শাহ সহ বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মমতা ব্যানার্জি। সোমবার এসএসকেএম হাসপাতালে সুদীপ রাহা, জয়া দত্তকে দেখতে যান মুখ্যমন্ত্রী। হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল যুব নেতাদের উপর হামলা চালানো হয়। তারপরেই অমিত শাহকে তিনি একহাত নেন। বলেন, এই হামলার ঘটনা পুরোটাই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঘটানো হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এত সাহস নেই। তিনি আরও বলেন, ত্রিপুরায় দানবীয় শাসন চালাচ্ছে বিজেপি। এর আগে অভিষেকের গাড়ির উপরও হামলা চালানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট