ত্রিপুরায় রক্তাক্ত তৃণমূল


শনিবার,০৭/০৮/২০২১
893

ত্রিপুরা আমবাসায় আসার পথে তৃণমূলের গাড়ির উপর আক্রমণ। দেবাংশু ভট্টাচার্য-এর টিম আমবাসায় আসার পথে এই আক্রমণ। অভিযোগ-এর তীর শাসক দলের বিজেপি কর্মীদের উপর। আমবাসায় এসে বিক্ষোবে সামিল হয় তৃণমূল কর্মীরা। আমবাসায় রক্তাক্ত তৃণমূল নেতারা।সুদীপ রাহা,জয়া দত্ত গুরুতরভাবে রক্ত হয়েছেন। বেতবাজার এলাকায় পুলিশের সামনে তাদের গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের। পরিস্থিতি খুবই উত্তপ্ত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট