অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস


বৃহস্পতিবার,০৫/০৮/২০২১
571

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রতিবাদে আগরতলা পুলিশ হেড কোয়ার্টারে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা প্রকাশ দাসের নেতৃত্বে এই বিক্ষোভ সংগঠিত হচ্ছে। তাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। ত্রিপুরাকে পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস। সোমবার গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহুনিস্থিত ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারে গতকাল অভিযোগ জমা দিয়েছিলেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস নেতা প্রকাশ চন্দ্র দাস সহ অন্যান্যরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন যে, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে নিন্দনীয় ঘটনাটি ঘটেছে একদিকে ত্রিপুরার মন্ত্রী বলেছেন অতিথি দেব ভব: আর সেই অতিথিকে স্বাগত জানানো হচ্ছে লোহার রড,ডান্ডে, কাস্তে, লাঠি, বাশ ইত্যাদি দিয়ে, এটাতো অতিথি সেবার নমুনা হতে পারে না, ত্রিপুরার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনাটিকে ধিক্কার জানাচ্ছে বলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।তিনি আরো বলেন যে, তৃণমূল কংগ্রেসকে এইভাবে আটকানো যাবেনা।আগামী ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় লাভ করে ত্রিপুরাতে মা -মাটি- মানুষের সরকার গঠন করবে বলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন। এবং আরো বিভিন্ন বিষয়ে তিনি এদিন সম্পূর্ণ ঘটনার মূল বিষয়বস্তু সকলের সামনে তুলে ধরেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট