এবার সারা দেশে খেলা হবে: মমতা


সোমবার,০২/০৮/২০২১
830

কিছুটা খেলা হয়েছে। আরও বাকি রয়েছে। এবার সারা দেশে খেলা হবে৷ প্রতিশ্রুতি মতো খেলা হবে প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেইসঙ্গে জানালেন, খেলা হবে খুব পপুলার শ্লোগান। এখন সংসদেও আওয়াজ উঠছে খেলা হবে। এই খেলা হবে শ্লোগানকে চিরস্থায়ী করতে হবে। বিশেষ ভাবে উদ্যোগ নিতে হবে ক্লাব গুলোকেও। সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ ১৬ অগস্ট খেলা দিবস হিসেবে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ খেলা হবে স্লোগানে ২০২১-র বিধানসভা ভোটে বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস৷ বিজেপি-কে হারিয়ে তৃতীয়বার পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে রেখেছে তৃণমূল৷ সেই খেলা হবে স্লোগান-কে এবার খেলা দিবসের মাধ্যমে আরও বেশি প্রচারমুখী করতে চলেছে রাজ্য সরকার৷ আইএফএ অনুমোদিত ৩০৩টি ক্লাবকে এর আওতায় আনার কথা বলেন মুখ্যমন্ত্রী৷
এদিন ২৫ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জানান, ‘খেলা হবে’ স্লোগানকে ছড়িয়ে দিতে হবে চারদিকে। তা আরও বেশি করে কার্যকর করতে হবে ক্লাবগুলিকে। আইএফএ বাংলা ফুটবল দলের জন্য নতুন জার্সি তৈরি করেছে। সেই জার্সিরও উদ্বোধন হল এদিনের অনুষ্ঠানে। সেইসঙ্গে স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট