পেগাসাসের বিরুদ্ধে আগরতলা পোস্ট অফিস চৌমুহুনিস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে যুব কংগ্রেসের কর্মীরা বিক্ষুভ কর্মসূচী পালন করে।পরবর্তী সময়ে ত্রিপুরা পুলিশ প্রশাসন যুব কংগ্রেসের কর্মীদের গ্রেফতার করে আগরতলা অরূন্ধতিনগর পুলিশ লাইনে নিয়ে যায়।যুব কংগ্রেস কর্মীদের বক্তব্য জঙ্গিদের বিরুদ্ধে নজরদারি চালাতে যে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়, তা কেন দেশবাসীর উপর ব্যবহার করা হল।যুব কংগ্রেস কর্মীদের আরো ব্ক্তব্য, দেশের বিরোধী নেতা, সমাজকর্মীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে ওই অস্ত্র। রাহুল গান্ধীর দু’টি নম্বর ও পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাক করা হয়েছিল বলে দাবি করেছে যুব কংগ্রেসের কর্মীরা।
পেগাসাসের বিরুদ্ধে যুব কংগ্রেসের কর্মীরা বিক্ষুভ কর্মসূচী পালন
শুক্রবার,৩০/০৭/২০২১
595