বিকাশ সাহাঃ জমি বিবাদের জেরে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুণ্ডা এলাকায়। বিবাদের জেরে কদম পাল গুরুতর আহত হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত লালন পালকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ। এলাকাবাসী সুত্রে জানাযায়, চন্দ্রমোহন পাল ও লালন পাল সহ বেশ কয়েকজন মিলে কদম পালের বাড়িতে ঢুকে আচমকায় হামলা চালায়। হামলার জেরে কদম পাল গুরুতর আহত হয়। সেই সঙ্গে কদম পালের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে চন্দ্রমোহন পাল ও লালন পালের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে মাটিকুণ্ডা পুলিশ ক্যাম্পের দূরত্ব মাত্র ৫০ মিটার। পুলিশকে দুরাভাষ মারফৎ ঘটনার বিস্তারিত জানালেও সময় মতো ঘটনাস্থলে আসেনি পুলিশ, এমনটায় অভিযোগ করেছেন এলাকার মানুষ। এই ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।
কদম পালের ছেলে বিশ্বনাথ পাল বলেন, জমির সমস্ত কাগজপত্র আমাদের নামে আছে। পঞ্চায়েতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হওয়ার পর এই জমিতে ঘর তুলেছি। তা সর্তেও পঞ্চায়েতের সিদ্ধান্ত কে অমান্য করে চন্দ্রমোহন পাল ও লালন পাল সহ আরও ১৫ জন মিলে আমার বাবাকে মারধোর করার পাশাপাশি আমাদের বাড়ি ভাঙচুর করে। আমরা তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে জমি বিবাদের জেরে বাড়ি ভাঙচুর
সোমবার,০৮/০৬/২০১৫
628